দাউদকান্দি
কুমিল্লার দাউদকান্দির শহিদনগড় এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার,

কুমিল্লার দাউদকান্দির শহিদনগড় এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার,
৫ অক্টোবর দাউদকান্দি মডেল থানার পুলিশ গোপন সংবাদের বৃত্তিতে ৩ ডাকাতকে গ্রেফতার করে।
কুমিল্লার দাউদকান্দি মডেল থানার অফিসার মোঃ আলমগীর হোসেনের নেতৃত্ব ইন্সপেক্ট তদন্ত নূরুল ইসলাম মজুমদার,এস,আই এইচ এম শহিদ বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান করে শহিদ নগর এলাকায় ডাকাতির প্রস্তুতি কালে ১, মামুন (৩০) ২, সবুজ (২৩) ৩, সহাগ (২৯) কে চাপাতি , চাইনিজ কুরাল,চাকু সহ গ্রেফতার করে।
এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় ডাকাতির প্রস্তুতি করণে একটি মামলা দায়ের করা হয়।





