চান্দিনা
চান্দিনা কৃষক লীগের কমিটি ঘোষণা করায় ডঃ প্রাণ গোপাল দত্ত কে শুভেচ্ছা জানান জালাল মেম্বার।

চান্দিনা কৃষক লীগের কমিটি ঘোষণা করায় ডঃ প্রাণ গোপাল দত্ত কে শুভেচ্ছা জানান জালাল মেম্বার।
স্থানীয় প্রতিনিধিঃ আবুল কালাম।
কুমিল্লা চান্দিনা উপজেলা কৃষক লীগের নবনির্বাচিত সভাপতি ৯নং মাইজখার ইউনিয়ন চেয়ারম্যান জনাব সেলিম প্রধান কে ঘোষণা করায় কুমিল্লা উঃ জেলা আওয়ামীলীগের সহসভাপতি চান্দিনার গর্ব ডঃ প্রাণ গোপাল দত্ত কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান চান্দিনা উপজেলা নবনির্বাচিত কৃষক লীগের দপ্তর সম্পাদক বর্তমান ৯ নং মাইজখার ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সফল মেম্বার,সৎ নিষ্ঠাবান,বিশিষ্ট সমাজ সেবক,যুব সমাজের অহংকার জনাব জালাল হোসেন।
দপ্তর সম্পাদক জালাল হোসেন মেম্বার বলেন চান্দিনা উপজেলার প্রাণ চান্দিনার গর্ব জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন ডঃ প্রাণ গোপাল দ্ত্ত কে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ডঃ প্রাণ গোপাল দত্ত আমাকে দপ্তর সম্পাদক নির্বাচিত করেছেন তার প্রতি আমি কৃতজ্ঞ ,ইনশাআল্লাহ আমি সর্বদা সবসময় দলের দ্বায়িত সততা ও নিষ্ঠার সাথে কাজ করবো এবং বঙ্গবন্ধুর আদর্শের বাহিরে কখনও যাবোনা।
নবনির্বাচিত দপ্তর সম্পাদক জনাব জালাল মেম্বার চান্দিনা উপজেলা কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্ধু কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।