চান্দিনাজাতীয়

লোকটিকে মৃত্যু অবস্তায় পাওয়া গেছে,গল্লাই, চান্দিনা, কুমিল্লা।তার কোনো পরিচয় পাওয়া যায়নি।

#লোকটিকে মৃত্যু অবস্তায় পাওয়া গেছে,গল্লাই, চান্দিনা, কুমিল্লা।তার কোনো পরিচয় পাওয়া যায়নি।

তবে লোকটি কি ভাবে মারা গেছে তার কোনো সঠিক তথ্য পাইনি,সর্তরকতার জন্য বলছি, কেউ অতি আবেগি হয়ে লোকটিকে ধরতে যাইবেন না, কারন বর্তমান করোনা ভাইরাস একটি ছুয়া ছুয়ি রোগ।সে যদি ঐ রোগে অাক্রান্ত হয়ে মারা যেয়ে থাকে তাহলে, আপনি বিপদে পরে যাইবেন।তাই বলছি আইনের সহযোগিতা নিয়ে লোকটিকে সনাক্ত করেন।এবং লোকটির পরিচিত   কারো কাছে খবরটি পোঁছানোর জন্য,সহযোগিতা করেন।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker