জাতীয়

করোনায় সুন্দরবন কুরিয়ার চেয়ারম্যানের মৃত্যু

করোনায় সুন্দরবন কুরিয়ার চেয়ারম্যানের মৃত্যু

 

এম টিভি ডেস্কঃ শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রা.) লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ইমামুল কবীর শান্ত প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

 

শনিবার সকাল ৮টায় রাজধানীর সম্মিলিত সামরিক (সিএমএইচ) হাসপাতালে তিনি মারা যান।

 

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রাঃ) লিমিটেডের ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান পুলক। তিনি জানান, সকাল ৮টায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার ভেন্টিলেশন ব্যবস্থা খুলে দিয়ে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার করোনা পজেটিভ ছিলো। পারিবারিক সিদ্ধান্ত নেয়ার পর তার দাফনের ব্যবস্থা করা হবে।

 

হাফিজুর রহমান আরও বলেন, সম্প্রতি কোভিডের লক্ষণ-উপসর্গ থাকায় তাকে প্রথমে ল্যাবএইড ও পরবর্তীতে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। ২৭ মে রাত ১০টায় তাকে সিএমএইচে ভর্তি করা হয়।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker