দাউদকান্দি

দাউদকান্দির গৌরীপুর ইউনাইটেড হাসপাতাল থেকে ইয়াবা উদ্ধার

 

 

Home  চট্টগ্রাম বিভাগ  কুমিল্লা

দাউদকান্দির গৌরীপুর ইউনাইটেড হাসপাতাল থেকে ইয়াবা উদ্ধার

ফেব্রুয়ারি ১৭, ২০১৯8

 

 

 

এ আর ইমাম:

কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় ইউনাইটেড নামের এক প্রাইভেট হাসপাতাল থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গৌরীপুর বাজার সংলগ্ন মেডোনা টাওয়ারের ওই হাসপাতালের একটি কক্ষের পাশের সিড়ির নিচ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করে এবং আয়া আয়শা আক্তারকে(৩০) আটক করে পুলিশ। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের চালান এই হাসপাতালে আসে এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন হাসপাতালটিতে আমরা নজরদারি রাখছিলাম। এরই ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়েছে। উল্লেখ্য যে, ইউনাইটেড হাসপাতাল নামে বাইরে সাইনবোর্ড থাকলেও ভিতরে ইউনিটি নামের প্যাডে বিভিন্ন প্যাথলজি পরীক্ষার রিপোর্ট দেয়াসহ ডিউটি ডাক্তার ও নার্স না থাকায় ওই সময় বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব আলম মোবাইল কোটে জরিমানা করেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জালাল হোসেন হাসপাতাল থেকে মাদক উদ্ধারের খবরে হতবাক হন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নেয়ার কথা বলেন।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker