আন্তর্জাতিক

সৌদিআরব লকডাউন শেষ, সব খুলে দেওয়া হয়েছে

–সৌদি আরব আজ, রবিবার ৩য় পর্যায়ে লক ডাউন শেষ পর্যায়ে প্রবেশ করছে।ফিরে আসবে সাধারণ জীবিন যাপন। সৌদি আরবের প্রত্যেকটি প্রদেশের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছিল covid19 কারনে যাহা  আজ শেষ হচ্ছে। এবং সাধারণ জীবনে  ফিরে আসার তৃতীয় শেষ পর্যায়ে। প্রাকৃতিক, এই জীবন যাপন  পুরোপুরি বন্ধ করা হয়েছে করোনা ভাইরাসের কারনে। কয়েক সপ্তাহ পরে আংশিক বা পূর্ণ কারফিউ  প্রয়োগ  করে সৌদি আরব।  সামাজিক বিচ্যুতি করে করোনা ভাইরাস যাতে প্রদুর্ভাব না ঘটতে  পারে। এই  পদ্ধতি ও  প্রোটোকল এবং COVID19 এর প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে লক ডাউন ঘোষণা করে সৌদি  সরকার।

প্রিয় প্রবাসী বাংলাদেশী ভাইদের বলচি যদিও লক ডাউন শেষ পর্যায়ে কিন্তু ভাইরাস এখনো কমে নাই তাই আগের মতো জীবন যাপন করা যাবে না। নিজের সচেতনা নিজেকে বাচিয়ে রাখবে আপনার উপর আপনার পরিবার নির্ভরশীল।

প্লিজ সবাই সচেতন হই।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker