অপরাধ
কুমিল্লা সাংস্কৃতিক জোট এর “শ্রাবন মেঘের খেয়া”

কুমিল্লা সাংস্কৃতিক জোট এর “শাবন মেঘের খেয়া”

শাহাদাৎ সরকার: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। কুমিল্লা সাংস্কৃতিক জোট বাংলাকে ধারন করে প্রতি বছরে ন্যায় এবারও ঋতুকে ঘীরে ‘‘শ্রাবণ মেঘের খেয়া’’ নামকরণে নাচ, গান ও শুভেচ্ছা কথার মধ্যদিয়ে কুমিল্লা নগর মিলনায়তনে সফলতার সাথে অনুষ্ঠান সম্পন্ন করেছে বলে সবার বক্তব্য। আহ্বায়ক : অভিজিৎ সিনহা মিঠু, সদস্য সচিব : শাহাদাৎ হোসেন এর তত্ত্বাবধানে, সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি জহিরুল হক দুলাল এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক : বিল্লাল হোসেনের সঞ্চালনায় ,সাইদুর রহমান মামুন এবং ফারহানা আহমেদের চমৎকার উপস্থাপনায় মধ্যদিয়ে শেষ হয় আজকের ‘‘শ্রাবণ মেঘের খেয়া’’। যারা বিভিন্ন ভাবে সহযোগী হয়ে পাশে ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ।





