খেলাধুলাজাতীয়

চান্দিনায় মুজিববর্ষে শত প্রতিযোগির ম্যারাথন দৌড়

মুজিব জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে কুমিল্লার চান্দিনায় মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে চল্লিশোর্ধ্ব শতজন প্রতিযোগি অংশ নেন।

 

শনিবার (৭ মার্চ) সকালে এতবারপুর ইউনিয়নের বানিয়াচং মাদ্রাসা মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি।চান্দিনা-রামমোহন সড়কের বানিয়াচং মাদ্রাসা মাঠ থেকে আড়াই কিলোমিটারের মিনি ম্যারাথন দৌড় শুরু করেন চল্লিশোর্ধ্ব শতজন প্রতিযোগি। পথিমধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়কের উভয় পাশে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে প্রতিযোগিদের মাঝে পানি, চুইংগাম, চকলেট ও লেবু সরবরাহ করে। পরে ওই সড়কের পৌরসভার উদালিয়া ব্রীজ পর্যন্ত সীমানায় তিন বিজয়ীকে নির্বাচিত করা হয়।তাদের মধ্যে মধুসাইর গ্রামের দুলাল মিয়া প্রথম, এতবাপুর গ্রামের অহিদুল ইসলাম দ্বিতীয় ও বানিয়াচং গ্রামের গাজী মজনু মিয়া তৃতীয়।

 

পরে এতবারপুর ইউনিয়ন পরিষদ মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অধ্যাপক মো. আলী আশরাফ এমপি।

 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নেহাশীষ দাশ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, পৌর মেয়র মফিজুল ইসলাম, থানা অফিসার ইন-চার্জ (ওসি) মো. আবুল ফয়সল, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এড. মহিউদ্দিন আহমেদ আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুন্সি, মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম, এতবারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম মামুনুর রশিদ আবু, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক অধ্যাপক হেদায়েত উল্লাহ।

 

উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধায়নে অনুষ্ঠানটির আয়োজন করেন এতবাপুর ইউনিয়ন পরিষদ।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker