কুমিল্লা সদরজেলার খবর

মহাসড়কে কুমিল্লা উত্তর জেলা সমমনা ইসলামী দলসমূহের নরেন্দ্র মুদি বিরোধী বিক্ষোভ

মহাসড়কে কুমিল্লা উত্তর জেলা সমমনা ইসলামী দলসমূহের নরেন্দ্র মুদি বিরোধী বিক্ষোভ

 

।।মো. আবদুল বাতেন।।

 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মুদি’র বাংলাদেশে আগামনের বিরোধীতা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করে কুমিল্লা উত্তর জেলা সমমনা ইসলামী দলসমূহ। শুক্রবার (৬ মার্চ) জুম’আর নামায শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা উপজেলার মাধাইয়া বাস স্টেশন এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ করে। পরে মাধাইয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশ হয়।

 

সমাবেশে ভারতে মুসলিমদের উপর বর্বরোচিত হামলা, মসজিদ ও বাড়ি-ঘরে অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানান বক্তারা। সমাবেশে খেলাফত মজলিস, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ, ইসলামী ছাত্র মজলিস সহ বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ ও কয়েকটি মসজিদের মুসল্লীরা অংশগ্রহণ করেন।

 

বিক্ষোভ সমাবেশে মাওলানা মুফ্তী জসিম উদ্দিন এর সভাপতিত্বে এবং কুমিল্লা উত্তর জেলা খেলাফত মজলিস সহ-সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ্ খান এর সঞ্চালনায় বক্তৃতা করেন- খেলাফত মজলিস কুমিল্লা মহানগর সভাপতি মাওলানা সৈয়দ আবদুল কাদের জামাল, কুমিল্লা উত্তর জেলা খেলাফত মজলিস সহ-সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাওলানা মাসউদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা সাব্বির আহমদ, কুমিল্লা জেলা জমিয়তে ওলামায়ে ইসলাম এর প্রচার সম্পাদক মাওলানা ফয়েজ আহমদ, চান্দিনা উপজেলা যুবদল সাধারণ সম্পাদক মাওলানা আবুল খায়ের, মুফতী সারোয়ার আহমদ, ছফিউল্লাহ্ ফরাজী, মাওলানা মতিউর রহমান, মাওলানা আব্দুল্লাহ্ আল মুনিরী, মাওলানা মোস্তফা খান, মাওলানা ডা. ওয়াহাব শিবলী, ইসলামী ছাত্র মজলিস নেতা মো. ইমরান হোসেন, মো. এনায়েত উল্লাহ্ প্রমুখ।

Close