চান্দিনা

চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচনঃ চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ৫ জন

চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচনঃ

চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ৫ জন

 

।।মাসুমুর রহমান মাসুদ।।

উপজেলা নির্বাচন যত ঘনিয়ে আসছে ভোটারদের মাঝে কৌতুহল তত বাড়ছে। উৎসাহ, উদ্দীপনা দেখা যাচ্ছে আওয়ামীলীগের নেতাকর্মী, মনোনয়ন প্রত্যাশী ও তাদের সমর্থকদের মাঝে। উপজেলা নির্বাচন ঘিরে ক্ষমতাসীন আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ, নেতাকর্মীদের সমর্থন লাভের আশায় ফোনালাপ, কুশল বিনিময়, সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে প্রার্থীতা জানান দেওয়ার প্রচারণা। এদিকে চান্দিনা উপজেলা নির্বাচন ঘিরে স্থানীয় বিএনপি তথা ২০ দলীয় জোটের নেতাকর্মী বা কোন প্রার্থীর মাঠে প্রচারণা দেখা যায় নি। তফসিল ঘোষণার অপেক্ষায় রয়েছেন সম্ভাব্য প্রার্থীরা। 

আসন্ন চান্দিনা উপজেলা পরিষদের নির্বাচন সামনে রেখে মাঠে সক্রিয় রয়েছেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বক্সী। প্রচারণায় রয়েছেন সম্ভাব্য প্রার্থী ও দলীয় মনোনয়ন প্রত্যাশী কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা জজ কোর্টের দুর্নীতি দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এ্যডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলাউদ্দিন আল আজাদ মমতাজ, উপজেলা আওয়ামীলীগ সদস্য মো. শওকত হোসেন ভূইয়া, মাইজখার ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ্ সেলিম প্রধান।

প্রর্থীতার বিষয়ে মো. শাহ্ সেলিম প্রধান বলেন, আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম। অধ্যাপক মো. আলী আশরাফ এমপি’র সানিধ্য লাভের পর দলীয় সিদ্ধান্ত পেয়ে জনগণের ভোটে আমি মাইজখার ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হই। ২০১৬ সালে দলীয় মনোনয়ন না পেলেও আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করে দ্বিতীয়বারের মতো বিজয়ী হই। দলীয় মনোনয়ন পেলে আমি বিজয়ের বিষয়ে আশাবাদী।

মো. শওকত হোসেন ভূইয়া বলেন, আমি ৩০ বছর ধরে আওয়ামীলীগের রাজনীতির করে আসছি। দলীয় সকল আন্দোলন সংগ্রামে আমি চান্দিনার এমপি অধ্যাপক মো. আলী আশরাফ মহোদয়ের সাথে রাজপথে থেকেছি। দলের সাথে কখনোই বেইমানী করিনি, এমনকি মূল ¯্রােত থেকে বিচ্চুত হইনি। আমি দলীয় মনোনয়ন পাব বলেই বিশ^াস করি।

আলাউদ্দিন আল আজাদ মমতাজ বলেন, আমি ১৯৭০ সাল থেকে আজও আওয়ামীলীগের রাজনীতিতেই আছি। ১৯৮১ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় তৎকালীন সরকারের রোষানলে পরে কোরআন পোড়ার মিথ্যা মামলায় জেল খেটেছি। তবুও দল ত্যাগ করিনি। আমি আওয়ামীলীগের শতভাগ নিবেদিত প্রাণ কর্মী। দলের দুঃসময়েও পিছুপা হইনি। অনেকেই বিভিন্ন নেতাদের অনুসারী হয়েছে। আমি অধ্যাপক মো. আলী আশরাফ এমপি মহোদয়ের সাথেই সবসময় ছিলাম। আমি আশাকরি দল আমাকে মনোনয়ন দিবে।

এ্যডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম বলেন, আমি আওয়ামীলীগ পরিবারের সন্তান। ছাত্রলীগ দিয়ে আমার রাজনীতি শুরু। দীর্ঘদিন যাবৎ আমি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। নির্বাচন করার লক্ষে আমি মাঠে প্রচারণা চালিয়ে যাচ্ছি। নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় ও গণসংযোগ অব্যাহত রাখছি। আমি আশাবাদি দল আমাকে মনোনয়ন দিবে।

জনতে চাইলে বর্তমান উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বক্সী বলেন, আমি চান্দিনা উপজেলা আওয়ামীলীগে ৩ বার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। বর্তমানেও দায়িত্বে আছি। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করি। বর্তমানে প্রায় ৫ বছর ধরে সফলতার সাথে উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। দল থেকে মনোনয়ন পেলে আমি আবারও নির্বাচন করার জন্য প্রস্তুত আছি।

 

    

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker