চান্দিনা

মহানবী (সা.) কে কটুক্তির প্রতিবাদে চান্দিনা থানা ক্বওমী মাদ্রাসা সংগঠনের বিক্ষোভ মিছিল

মহানবী (সা.) কে কটুক্তির প্রতিবাদে চান্দিনা থানা ক্বওমী মাদ্রাসা সংগঠনের বিক্ষোভ মিছিল

আকিবুল ইসলাম হারেছঃ

ভারতের ক্ষমতাসীন দলের দুই নেতার মহানবী (সা.) কে নিয়ে আপত্তির মন্তব্যের প্রতিবাদে কুমিল্লার চান্দিনায় বিক্ষোভ মিছিল করেছে চান্দিনা থানা ক্বওমী মাদ্রাসা সংগঠন। রবিবার সকালে এ বিক্ষোভ মিছিল করে তারা।

মিছিলটি চান্দিনা পালকি সিনেমা হলের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সম্প্রতি মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বিজেপির মুখপাত্র নূপুর শর্মা। আর ওই একই ইস্যুতে দলটির দিল্লি ইউনিটের প্রধান নাভিন জিন্দাল টুইট করার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

সমাবেশে অংশগ্রহণকারী বক্তারা বলেন, ভারতের একটি উগ্রবাদী গোষ্ঠী এখন দেশটিতে ইসলাম, ইসলামী মূল্যবোধ ও ইসলামী স্মারকগুলোকে বিশেষভাবে টার্গেট করেছে।

সে ধারাবাহিকতায় ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল মহানবী (সা.) ও উম্মুল মোমেমিন হযরত আয়েশা (রা.) কে নিয়ে আপত্তিকর কুরুচিপূর্ণ মন্তব্য করে ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। বক্তারা অবিলম্বে কুরুচিপূর্ণ মন্তব্যের জন্য অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে ভারত সরকারকে মুসলিম উম্মাহর কাছে ক্ষমা প্রার্থনার আহবান জানান।

সাম্প্রদায়িক এ ইস্যুতে গত সপ্তাহ ধরে পুরো দেশ হৈচৈ করলেও ভারত সরকার তাতে বিন্দুমাত্র মাথা ঘামায়নি। পাঁচ দিন আগে কাতার সরকার দোহাতে ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে নিয়ে বিজেপি মুখপাত্রের বক্তব্য নিয়ে ক্ষমা চাওয়ার দাবি তোলার পর নরেন্দ্র মোদীর সরকার নড়েচড়ে বসে।এরপর কুয়েত, বাহরাইন, ওমান, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), সৌদি আরব থেকে শুরু করে মুসলিম দেশগুলো একে একে ক্ষোভ জানিয়ে বিবৃতি দিয়েছে।

সমাবেশে চান্দিনা থানা ক্বওমী মাদরাসা সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা আহমদ উল্লাহ’র সভাপতিত্বে ও বাতাঘাসী ওসমানিয়া এতিমখানা মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ এমদাদ উল্লাহ খাঁনের পরিচালনায় উপস্থিত ছিলেন-সংগঠনটির সহ-সভাপতি মাওঃ তাজুল ইসলাম, সহ-সভাপতি মাওঃ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মুফতী ফয়জুল্লাহ,সহসাধারণ সম্পাদক মাওঃ আবু ইউসুফ, সহসাধারণ সম্পাদক মুফতী ইয়াহিয়া রাশেদ,চান্দিনা আল আমিন কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস মাওঃ মাহবুবুর রহমান আশরাফী,সংগঠনটির অর্থ সম্পাদক মাওঃআবুল কালাম,প্রচার সম্পাদক মাওঃমাসুদুর রহমান, সহ-প্রচার সম্পাদক মাওঃ ইয়াছিন জাফরী,সাতবাড়িয়া মাদ্রাসার শিক্ষক মাওঃ এনামুল হাসানসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও ছাত্রবৃন্দ।

Close