চান্দিনা

চান্দিনায় ৮ দোকান আগুনে পুড়ে ছাঁই;১৫ লাখ টাকা ক্ষতির আশঙ্কা

চান্দিনায় ৮ দোকান আগুনে পুড়ে ছাঁই;১৫ লাখ টাকা ক্ষতির আশঙ্কা

 

আকিবুল ইসলাম হারেছঃ

 

কুমিল্লা চান্দিনা উপজেলার কংগাই ইউনিয়নের শীল মার্কেটে আগুন লেগে আটটি দোকান পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার ভোর পাঁচটায় সংঘটিত এ ঘটনায় প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।

 

পুড়ে যাওয়া দোকানগুলো মধ্যে

ওষুধ ফার্মেসী, সেলুন, কাঁচামাল, স্টেশনারী দোকান, মোবাইল ফোন দোকান ও একটি খাবার হোটেল ছিল।

 

বাজারের ব্যবসায়ীরা জানান, বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত ঘটে। কেউ না থাকায় আগুন চার দিকে ছড়িয়ে পড়লে ২০ মিনিট পর এক ব্যবসায়ী বাজারের ইজারাদার ও গল্লাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিনকে খবর দেন। পরে চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। ততক্ষণে আটটি দোকান পুড়ে যায়।

ব্যাসায়ীরা জানান, তাঁদের দোকানে আগুনে প্রায় ১৫ লাখ টাকার শীতের চাদর, থ্রিপিস, ওড়নাসহ অন্যান্য আসবাবপত্র পুড়ে গেছে।

 

চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সফিক উদ্দিন মুন্সি জানান- বৈদ্যুতিক সক সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পরপর ৮টি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমাদের একটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker