চান্দিনা

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কুমিল্লার পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সমিতির চান্দিনাস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ, বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে চান্দিনা, দেবিদ্বার, মুরাদনগর ও বরুড়া উপজেলার গ্রাহকদের মধ্যে সেরা ৪০ জন গ্রাহককে পুরস্কার প্রদান করা হয়।

 

সভায় সমিতি পরিচালনা বোর্ড এর সভাপতি মো. ওমর ফারুক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন-  চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বক্সী। বিশেষ অতিথির বক্তৃতা করেন- বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ডেপুটি ডাইরেক্টর তসলিমা পারভিন, চান্দিনা পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম।

 

দেবিদ্বার জোনাল অফিসের ডিজিএম মৃণাল কান্তি চৌধুরীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- কুমিল্লার পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান, চান্দিনা উপজেলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, সমিতি পরিচালনা বোর্ডের সহ-সভাপতি মো. হেদায়েত উল্লাহ্, সচিব মো. রফিকুল ইসলাম, এলাকা পরিচালক মো. আব্দুল বাতেন, ডিজিএম কারিগরী মো. মাজহারুল ইসলাম, কোম্পানীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মো. ফসিউল হক জাহাঙ্গীর, বরুড়া জোনাল অফিসের ডিজিএম মো. জামাল উদ্দিন, এজিএম ইএন্ডসি আব্দুল্লাহ্ আল মাসুদ, এজিএম ওএন্ডএম মো. ফয়সাল চৌধুরী, এজিএম প্রশাসন মো. রাহাত।

সমিতির বিগত বছরের আয় ব্যয়ের হিসাব উপস্থাপন করেন- সমিতি বোর্ডের কোষাধ্যক্ষ এ.এক.এম খায়রুল হাসান।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker