শিক্ষাঙ্গন
চান্দিনা মাতৃভূমি মডেল স্কুল এন্ড কলেজে বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

চান্দিনা মাতৃভূমি মডেল স্কুল এন্ড কলেজে বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
মো. আবদুল বাতেন
চান্দিনা (কুমিল্লা) সংবাদাদাতা
চান্দিনা মাতৃভূমি মডেল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে সরকারি বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
রবিবার (৭ এপ্রিল) সংবর্ধনা অনুষ্ঠানে মাতৃভূমি ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও মাতৃভূমি মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আলহাজ্ব মো. আখতার হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চান্দিনা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আব্দুল মালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাতৃভূমি ফাউন্ডেশনের প্রশাসনিক কর্মকর্তা ও চান্দিনা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব মো. আ. খালেক, ভাইস চেয়ারম্যান (শিক্ষা) মো. আব্দুল হাই যোবায়ের, মাতৃভূমি হজ্জ্ব কাফেলার মুয়াল্লিম মাও. মো. নুরুল আমিন পারভেজ, মূল শাখার প্রিন্সিপাল মানজুর আহমাদ ছিদ্দিকী, গার্লস শাখার প্রিন্সিপাল মো. নাজমুল হক সরকার সহ বৃত্তি প্রাপ্ত সকল কৃতি শিক্ষার্থী বৃন্দ।
প্রাথমিক সমাপনী পরীক্ষায় ৬টি ট্যালেন্টপুল ও ৮টি সাধারণ গ্রেড এবং জে.এস.সি. পরীক্ষায় ৩টি ট্যালেন্টপুল ও ১২টি সাধারণ গ্রেড সহ মোট ২৯টি টি সরকারী বৃত্তি অর্জন।





