চান্দিনা

কামারখোলা জর্জ বাড়ির সুযোগ্য উত্তরসুরী মাইজখার ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের মেম্বার উপ-নির্বাচনে মেম্বার পদপ্রার্থী মোঃ কাসেম…

কামারখোলা জর্জ বাড়ির সুযোগ্য উত্তরসুরী মাইজখার ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের মেম্বার উপ-নির্বাচনে মেম্বার পদপ্রার্থী মোঃ কাসেম…

।।চান্দিনা প্রতিনিধি।।

আজ সমবার (৯ নভেম্বর) চান্দিনা উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ে চান্দিনা উপজেলার ৯ নং মাইজখার ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের উপ-নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংরক্ষণের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে কামারখোলা গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ও কামারখোলা গ্রামের জর্জ বাড়ির সুযোগ্য উত্তরসুরী মোঃ কাসেম।

জনতার মেম্বার জয়নাল আবেদীন জনু মেম্বার সাহেবের মৃত্যু কারনে এই ৭ নং ওয়ার্ড টি জনপ্রতিনিধি শূন্য হয়। মোঃ কাসেম জানান আজ চান্দিনা উপজেলা পরিষদে নির্বাচন কমিশন কার্যলয়ে মনোনয়ন পত্র সংরক্ষণ বিষয়ক ও বিস্তারিত জানার উদ্দেশ্য রওনা হবো জনতার মেম্বার মরহুম জয়নাল আবেদীন জনু মেম্বার সাহেবের রাজনৈতিক উত্তরসুরী হিসেবে।

কামারখোলা গ্রামবাসী সহ ৭ নং ওয়ার্ডের সকল জনসাধারণের নিকট আমি দোয়া প্রার্থী।
এদিকে কামারখোলা গ্রামের একের অধিক প্রার্থী থাকার কারণে একক প্রার্থী দেওয়ার ব্যপারে আগামী শুক্রবার বাদ জুম্মা কামারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে আমরা কামারখোলা বাসী ব্যানারে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

কামারখোলাবাসী মনে করে একক প্রার্থী হিসেবে মেম্বার নির্বাচন করলে অতীতের ন্যায় মেম্বার এই গ্রাম থেকেই হবে নচেৎ মেম্বার অন্য গ্রামে চলে যাবে।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker