তথ্য প্রযুক্তি

২৩ তম ব্যাচ নভেম্বর/০৩ এর পূর্নমিলনী-২০১৯ খ্রিঃ।

২৩ তম ব্যাচ নভেম্বর/০৩ এর পূর্নমিলনী-২০১৯ খ্রিঃ।

*********************************************

বাংলাদেশ পুলিশ (কনস্টেবল) ২৩ তম ব্যাচ নভেম্বর/২০০৩ খ্রিঃ এর চাকুরীর মেয়াদকাল ১৬ বছর পূর্তি উপলক্ষে এক বিশাল জমকালো পূর্নমিলনী ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। গতকাল ২৯শে নভেম্বর ২০১৯ খ্রিঃ শুক্রবার বেলা ০৩.০০ ঘটিকার সময় ঢাকা মহানগর (ডিএমপি) মতিঝিল থানাধীন দৈনিক বাংলার মোড় হোটেল রহমানিয়া (ইন্টাঃ) কমিউনিটি সেন্টারের ১৯ তলায় জমকালো, রকমারী আলোর ঝলকানীতে এই পূর্নমিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। প্রথমে পবিত্র কোরআন তেলায়ত/গীতা পাঠ ও ২৩ তম ব্যাচের প্রয়াত ব্যাচম্যানদের আত্মার মাগফেরাত এর কামনায় দোয়া মাহফিলের মধ্যে দিয়ে অনুষ্ঠানটির সুচনা শুরু করেন। উক্ত অনুষ্টানের কেক কাটেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ঢাকার মতিঝিল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ইয়াসির আরাফাত খান সাহেব। বাংলাদেশ পুলিশের সম্ভাব্য সকল জেলা/ইউনিট হতে আগত ২৩ তম ব্যাচ নভেম্বর/২০০৩ সালের ব্যাচম্যান (পুলিশ সদস্য) প্রায় ৩৫০/৪০০ জন এই পূর্নমিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে একত্রিত হয়েছিলেন। মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত ও কৌতুক পরিবেশন করেন বাংলাদেশের খ্যাতিমান কৌতুক অভিনেতা “কাজল”, ক্লোজ-আপ-১ তারকা “নোলক বাবু” রাজশাহী বেতারের অন্যতম কন্ঠশিল্পী ২৩ তম ব্যাচের “সোহরাব হোসেন রঞ্জু” সহ বাংলাদেশ পুলিশের অন্যতম শিল্পীবৃন্দ।।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker