জেলার খবর

#স্বাস্থ্যবিধি_ও_করোনা_ভাইরাস_প্রতিরোধে_সরকারি_আদেশ_অমান্য_করার_অপরাধে_মোবাইল_কোর্টের_জরিমানা

#স্বাস্থ্যবিধি_ও_করোনা_ভাইরাস_প্রতিরোধে_সরকারি_আদেশ_অমান্য_করার_অপরাধে_মোবাইল_কোর্টের_জরিমানা

 

সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, কুমিল্লা  জনাব মোঃ আবুল ফজল মীর  মহোদয়ের নির্দেশনায় আজ কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সম্প্রতি কুমিল্লা  জেলায় করোনা ভাইরাস সংক্রমণের হার বেড়ে যাওয়ার প্রেক্ষিতে যথাযথভাবে স্বাস্হ্যবিধি প্রতিপালিত হচ্ছে কিনা, পথচারী ও দোকান-পাটে ক্রেতা-বিক্রেতাগণ মাস্ক পরিধানসহ  যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলছে কিনা, সরকার ঘোষিত সময়ের পরও দোকান-পাট খোলা রয়েছে কিনা, নিত্যপ্রয়োজনীয় ব্যতীত অন্যান্য দোকান, বিপণি-বিতান ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা হচ্ছে কিনা এবং করোনা পরিস্থিতিতে সীমিত পরিসরে যানবাহন চলাচলের ক্ষেত্রে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা তা তদারকি করতে এই ০৪টি মোবাইল কোর্ট পরিচালিত হয়।

 

এসময় মাস্ক পরিধান না করাসহ স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে, গণবিজ্ঞপ্তির আদেশ লঙ্ঘন করে গণপরিবহনে অতিরিক্ত যাত্রী পরিবহন/ মোটসাইকেলে একাধিক ব্যক্তি আরোহন এবং সরকার নির্দেশিত সময়ের পরেও দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে ১৮ টি মামলায় মোট ১৯১৫০/- ( উনিশ হাজার একশত পঞ্চাশ ) টাকা জরিমানা করা হয়। এছাড়াও কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ করোনা আক্রান্ত রোগীর বাড়ি লকডাউন করেন।

 

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা, অমিত দত্ত, গোলাম মোস্তফা  এবং তানজিমা আঞ্জুম সোহানিয়া।

 

মোবাইল কোর্টের অভিযানে সহযোগিতা করেন পুলিশ  ও আনসারের সদস্যবৃন্দ। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধসহ অন্যান্য অপরাধ নিবারণে জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker