অপরাধচান্দিনারাজনীতি

চান্দিনার নৌকার প্রতীক ড়ঃ প্রাণ গোপাল দত্ত দাদা পাচ্ছেন,মেম্বার মোঃ জালাল হোসেন।

চান্দিনার নৌকার প্রতীক ড়ঃ প্রাণ গোপাল দত্ত দাদা পাচ্ছেন,মেম্বার মোঃ জালাল হোসেন।

চান্দিনার সময় প্রতিনিধি, তোফায়েল আহমেদ। কুমিল্লা চান্দিনা মাইজখার ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নব নির্বাচিত জনপ্রিয় মেম্বার,চান্দিনা আওয়ামীলীগের বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক,মাইজখার  ইউনিয়নের দুই দুই বারের সফল চেয়ারম্যান জনাব সেলিম সাহেবের একনিষ্ঠ কর্মী,সৎ,যুব সমাজের অহংকার,জনপ্রিয় বিশিষ্ট সমাজ সেবক,বর্তমান মাইজখার ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সফল মেম্বার জনাব জালাল হোসেন,চান্দিনার সময় পত্রিকায় একান্ত সাক্ষাৎকারে বলেন।প্রিয় চান্দিনার সম্মানিত আমার মা বাবা ভাই বোনেরা, আসসালামুআলাইকুম,

 

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা -৭ চান্দিনা আসনে আগামীর নৌকার মাঝি প্রায় নিশ্চিত অধ্যাপক ডাঃপ্রান গোপাল দত্ত  স্যারের।কারন নেত্রী এবার স্পষ্ট ভাষায় ব্যাক্ত করেছেন,আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী মনোনয়ন করবেন যিনি জনগনের কাছে সর্বাদিক গ্রহনযোগ্য ও জনমত জরিপে সর্ব দিক দিয়ে এগিয়ে।পূর্বের ন্যায় তৃনমুলের সিদ্বান্ত অনুযায়ী নয়।

 

চান্দিনার সময় প্রতিনিধি কে জনাব জালাল হোসেন মেম্বার দৃষ্টি আকর্ষণ করে বলেন,দেখুন,অধ্যাপক ডাঃপ্রান গোপাল দত্ত স্যার এই দুই দিক বিবেচনা করলে উনি অনেকটাই এগিয়ে রয়েছেন,যা কুমিল্লা উঃ জেলা আওয়ামীলীগ তথা পুরা চান্দিনার সম্মানিত জনগন এখনকার সময়ে অবগত আছেন,তাই গুজবে কান না দিয়ে আসুন,আমরা আপনারা সবাই অধ্যাপক ডাঃ প্রান গোপাল দত্ত স্যারকে সমর্থন দিয়ে তার হাতকে আরো বেশী শক্তিশালী করি।তিনি সৎ নিষ্ঠাবান,ন্যায়, পরায়ন, সৎ,সাহসী, বাংলার শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্বা ও মহান স্বাধীনতা প্রদক প্রাপ্ত সাদা মনের মানুষ, যাকে সবসময় দুঃখে সুখে পাই ,এমন একজন ভালো মানুষের পাশে দাড়ানোর জন্য সকলকে বিনীত ভাবে আহবান করছি সম্মানিত আমার প্রিয় চান্দিনার জনগনকে।আগামীর চান্দিনা গড়ার প্রত্যয়ে সকলের সুন্দর ভবিষ্যতের জন্য দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজ,মাদকমুক্ত সমাজ গড়ার সুযোগ দিয়ে আগামীর জাতীয় সংসদ নির্বাচনে চান্দিনার নৌকারমাঝি অধ্যাপক ডাঃপ্রান গোপাল দত্তকে সমর্থন করি।জয় বাংলা জয় বঙ্গবন্ধু।জয় হউক জননেত্রী শেখ হাসিনার।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker