জাতীয়

করোনায় একদিনে আরও ৩৭ মৃত্যু, শনাক্ত ৩১৯০

করোনায় একদিনে আরও ৩৭ মৃত্যু, শনাক্ত ৩১৯০

 

ঢাকা অফিসঃ গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ১২ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৯০ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৮৬৫ জনে।

 

বুধবার (১০ জুন) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

 

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৬৩ জন। মোট করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন ১৫ হাজার ৮৯৯ জন।

 

তিনি জানান, গত ২৪ নমুনা সংগ্রহ হয়েছে ১৬ হাজার ৯৯৪টি আর পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৯৬৫টি। ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৭ জনের মধ্যে। এদের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ২৫ জন, চট্টগ্রাম বিভাগে সাত জন, সিলেট বিভাগে এক জন, বরিশারে বিভাগে দুই জন, রাজশাহী বিভাগে এক জন, ময়মনসিংহ বিভাগে এক জন।

 

নাসিমা সুলতানা জানান, মৃতু ৩৭ জনের বয়স বিশ্লেষণে করলে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে এক জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে সাত জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১০ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে ১০ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিন জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে রয়েছেন এক জন।

 

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৫৩৮ জন। বর্তমানে আইসোলেশনে আছেন আট হাজার ২৪৩ জন।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker