চান্দিনা

চান্দিনায় পরীক্ষাকেন্দ্রে অনিয়ম সহ্য করা হবে না, (ইউ.এনও) স্নেহাশীষ দাশ।

চান্দিনায় পরীক্ষাকেন্দ্রে অনিয়ম সহ্য করা হবে না, (ইউ.এনও) স্নেহাশীষ দাশ

নকলমুক্ত পরিবেশে জেএসসি পরীক্ষা নিতে হবে। পরীক্ষা কেন্দ্রে প্রশ্ন – আনা নেওয়ার সময় সতর্ক থাকতে হবে।  প্রশ্নের খাম খোলার সময় সেট কোড ভালো ভাবে দেখতে হবে। পরীক্ষা কেন্দ্রে কোন ধরনের অনিয়ম সহ্য করা হবেনা।

 

২১ অক্টোবর সোমবার কুমিল্লার শিক্ষা বোর্ডের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা উপলক্ষে কেন্দ্র সচিবদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় সভাপতি বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ এসব কথা বলেন।

 

বিকেল ৩ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে  বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার( ভূমি) নাঈমা ইসলাম, চান্দিনা থানা অফিসার ইনচার্জ( ও.সি) মো.

আবুল ফয়সল।

 

সহকারী প্রোগ্রামার মো. সালাউদ্দিন সঞ্চালনায় উপজেলা একাডেমিক সুপারভাইজার ইসরাত জাহান, চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এমদাদুল হক, দোল্লাই নবাবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাজহারুল ইসলাম, মহিচাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিমাই চন্দ্র দাস, এতবারপুর আজম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির, মাধাইয়া বাজার ছাদিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন,  চান্দিনা আল-আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. জাকির হোসাইন, বদরপুর নেছারিয়া ফাজিল মাদ্রাসা  অধ্যক্ষ মো. মোজাফফর আহম্মদ।

 

আগামী ২ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত জেএসসি পরীক্ষা হবে।

 

এদিকে, জেডিসি জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষা নিয়ে মতবিনিময় সভা হয়।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker