জেলার খবর
চান্দিনা তীরচর ইয়াবাসহ ১ ডাকাত অাটক,

চান্দিনা তীরচর ইয়াবাসহ ১ ডাকাত অাটক,
কুমিল্লার চান্দিনায় ডাকাতি ও মাদক মামলার আসামী আলাউদ্দিনকে (৪১) ইয়াবাসহ আটক করেছে হাইওয়ে পুলিশ।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা তীরচর এলাকা থেকে তাকে আটক করে হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ি পুলিশ।
এ সময় তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক আলাউদ্দিন চান্দিনা উপজেলার কুটুম্বরপুর গ্রামের আবুল কাশেম এর ছেলে। তার বিরুদ্ধে ৬টি মাদক ও একটি ডাকাতি প্রস্তুতির মামলা রয়েছে।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (ইন্সপেক্টর) মো. মনিরুল ইসলাম জানান, মহাসড়কে চলাচলরত যানবাহনে রড ছুঁড়ে ডাকাতি করে আলাউদ্দিনসহ সংঘবদ্ধ একটি ডাকাত চক্র।
গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের তীরচর এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে চান্দিনা থানায় একটি ডাকাতি প্রস্তুতির মামলা দুটি মাদক মামলা, দাউদকান্দি-নারায়ণগঞ্জের ফতুল্লায় ও ঢাকার শ্যামপুর থানায় তিনটি মাদক মামলা রয়েছে।