জাতীয়
শোকাহত# করোনায় আক্রান্ত হয়ে গন সংগীতশিল্পী ফকির আলমগীর মারা গেছেন…

#শোকাহত#
করোনায় আক্রান্ত হয়ে গন সংগীতশিল্পী ফকির আলমগীর মারা গেছেন…
কিংবদন্তি লোক সংগীতশিল্পী ও একুশে পদক পুরস্কারপ্রাপ্ত ফকির আলমগীর শুক্রবার রাতে ঢাকার একটি হাসপাতালে কোভিড -১৯ জটিলতায় মারা যান।
তার পুত্র মাশুক আলমগীর রাজিব বিষয়টি নিশ্চিত করে বলেন ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে রাত দশটার দিকে হার্ট অ্যাটাক হয় এবং ১০ টা ৩০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।
রাত সাড়ে দশটার দিকে তার অক্সিজেনের স্যাচুরেশন স্তর ৪৫ এ নেমে গেছে, মাশুক জানিয়েছেন।
ফকির আলমগীরকে কোভিড -১৯ সনাক্ত করার পরে ১৫ জুলাই হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তরিত করা হয়।
বেশ কয়েকদিন ধরে জ্বর ও কাশিতে ভুগলে তিনি কোভিড -১৯ পজিটিভ পরীক্ষা করেছিলেন এবং শ্বাসকষ্টের অভিযোগ করার পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।





