
আগামীকাল রিলিজ পেতে যাচ্ছে নিপা আক্তার মীম এর ডুয়েট গান।
নিউজ ডেক্সঃ
কুমিল্লা চান্দিনার শুহিলপুর ইউনিয়নের কৃতি সন্তান নিপা আক্তার মীম এর ডুয়েট গান রিলিজ হতে যাচ্ছে, তিনি দেশ বিদেশের সকলের কাছে দোয়া কামনা করেন এবং দেশ বিদেশের সকলকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
আগামীকাল রিলিজ পেতে যাচ্ছে নিপা আক্তার মীম এর ডুয়েট গান।
অসাধারণ সুর এবং কথামালায় সাজানো ডুয়েট গানটি।
কথা : HM Ismail
সুর : Palash Loha Palash
গেয়েছি আমি Nipa Akter Mim & palash Palash Loha
” তুমি মনের মত,