অপরাধ
চাঁদাবাজীর অভিযোগে র্যাবের হাতে আটক ফেনী পৌরসভার কাউন্সিলর বাদল ভূঞা আটক

চাঁদাবাজীর অভিযোগে র্যাবের হাতে আটক ফেনী পৌরসভার কাউন্সিলর বাদল ভূঞা আটক
ফেনী পৌরসভার ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর আবু ইউছুফ ভুঞা বাদলকে চাঁদাবাজির অভিযোগ আটক করেছে। ২৪ জুলাই শুক্রবার বেলা তিনটার দিকে তাকে ১৫ নং ওয়ার্ড থেকে গ্রেপ্তার করা হয়।
অভিযোগ রয়েছে রেশন কার্ড, বয়স্ক ভাতা,বৃদ্ধ ভাতা ও বিধবা ভাতাসহ সরকারী সকল সুযোগ সুবিধা দেয়ার নাম করে ৩০ জন থেকে জনপ্রতি ৩ হাজার টাকা চাঁদা করে কাউন্সিলর বাদল। কিন্ত সে কাউকে ভাতা দেয়নি। এ রকম অভিযোগের ভিত্তিতে রর্্যাব -৭ তাকে গ্রেপ্তার করে। রর্্যাবের ৭ ফেনীর সিনিয়র এএসপি কমেন্ডার মো. নুরুজজামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





