রাজনীতি

‘পদ নিয়ে নয়, কর্ম দক্ষতা দিয়ে রাজনীতি করুন’ চান্দিনার মাননীয় এমপি।

জামাল উদ্দিন সভাপতি, জসিম উদ্দিন সাধারন সম্পাদক,

চান্দিনার মাইজখার ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে অধ্যাপক মো. আলী আশরাফ এমপি।

‘পদ নিয়ে নয়, কর্ম দক্ষতা দিয়ে রাজনীতি করুন’

 

সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি বলেছেন, ‘পদ নিয়ে নয়, কর্ম দক্ষতা দিয়ে রাজনীতি করুন’।

 

শনিবার (১২ অক্টোবর) বিকেলে কুমিল্লার চান্দিনা ফাঐ এএফএম উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার মাইজখার ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

 

উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের কমিটিতে পদ পদবী সম্পর্কে তিনি বলেন, কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ সহ গুরুত্বপূর্ণ পদে থাকার যোগ্যতা অনেকেরই আছে। কিন্তু সবাইকে একই পদ দেওয়া সম্ভব হয় না। আওয়ামীলীগকে ভালবেসে দলের সদস্য পদ নিয়েও ভাল কিছু করা যায়। অনেকে পদ নিয়ে নেতা হয়, আবার অনেকে কাজ করে নেতা হয়। যারা দলের জন্য কাজ করে দল যথা সময়ে তাদেরকে মূল্যায়ণ করবে।

 

২০১৮ সালে চান্দিনার রাজনীতি নিয়ে অধ্যাপক মো. আলী আশরাফ আরও বলেন, ৫০ বছর যাবৎ আওয়ামীলীগের সাথে আছি। এই দলের রাজনীতি করে পুরো উপজেলার প্রত্যন্ত অঞ্চলের নেতা-কর্মীদের সাথে মিশে আছি। কিন্তু যারা কখনও আওয়ামীলীগে নিজের ভোট পর্যন্ত দেননি তারা শান্ত চান্দিনাকে অশান্ত করতে ২০১৮ সালে ফ্রিডমপার্টির নেতা-কর্মীদের নিয়ে মাঠে নেমেছিল। কিন্তু তাদের সেই আশা পূরণ হয়নি। জনগণ তাদের বয়কট করেছে। যারা মন থেকে আওয়ামীলীগ করে তারা আওয়ামীলীগ ছেড়ে যায়নি।

 

মাইজখার ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাজী মো. জামাল উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও প্রবীণ আওয়ামীলীগ নেতা মনিরুল হক মনু চেয়ারম্যান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এড. মহিউদ্দিন আহমেদ আলম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র মো. মফিজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আহাম্মদ খালেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার হাজী আব্দুল মালেক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম, মাইজখার ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি আব্দুল মালেক, উপজেলা তাঁতীলীগ সদস্য সচিব মোজাম্মেল হক, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক কাউছার আলম আপন, মো. আবু হানিফ প্রমুখ।

সম্মেলনে হাজী মো. জামাল উদ্দিনকে সভাপতি, মো. জসিম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে মাইজখার ইউনিয়ন আওয়ামীলীগের ৬৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

 

মাইজখার ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি ইমাম হোসেন ফরিদ এর সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান দুলু মাস্টার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবি ছিদ্দিক, মাধাইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অহিদ উল্লাহ, বাড়েরা ইউপি চেয়ারম্যান মো. খোরশেদ আলম, বরকরই ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম মজুমদার শিপন, উপজেলা আওয়ামীলীগ নেতা অধ্যাপক হেদায়েত উল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম, পৌর আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক এনায়েত উল্লাহ ভূইয়া, বাড়েরা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. সেলিম ভূইয়া, জোয়াগ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবুল কালাম আজাদ, মাইজখার ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি এড. ফারুক আহমেদ প্রমুখ।

 

সম্মেলন ঘিরে সকাল থেকেই উৎসুক নেতাকর্মীরা মিছিলে মিছিলে সম্মেলন স্থলে উপস্থিত হয়। বিকেল গড়াতেই সম্মেলনটি জনসভায় পরিণত হয়। সভাস্থলের পথে ১৫টি তোরণ নির্মাণ করা হয়। সম্মেলন শেষে সন্ধ্যায় আমন্ত্রিত শিল্পীবৃন্দের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker