শিক্ষাঙ্গন

চান্দিনা পাইলটের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে চেয়ার ছুড়াছুড়ি।স্বাভাবিক বড় আয়োজন বলে কথা।

চান্দিনা পাইলটের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে চেয়ার ছুড়াছুড়ি।স্বাভাবিক বড় আয়োজন বলে কথা।

 

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনা ঘটে। শনিবার (২৭ অক্টোবর) দুপুরে সভাস্থলে চেয়ার ছুড়াছুড়ি, খাবার টানাহেচড়া ও হাতাহাতির ঘটনা ঘটে।

 

বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী, প্রত্যক্ষদর্শী ও স্বেচ্ছাসেবক সাবেক ছাত্রদের সাথে কথা বলে জানাযায়, দুপুরে প্রধান অতিথির বক্তৃতার পর খাবার বিতরণ শুরু হয়। স্বেচ্ছাসেবকরা সভাস্থলের সামনের দিকে অতিথিবৃন্দের থেকে খাবার বিতরণ শুরু করে মাঝামাঝি অংশে আসলে বহিরাগতরা খাবার টানাটানি শুরু করে। এসময় কর্তৃপক্ষের নির্দেশে খাবার বিতরণে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সবাইকে চেয়ারে বসার জন্য অনুরোধ করা হয়। কিন্তু তা না করে তারা চেয়ার ছুড়াছুড়ি ও খাবার টানাটানি করে। এসময় স্বেচ্ছাসেবকদের সাথে কয়েক দফা হাতাহাতির ঘটনা ঘটে। পরে কিছু সময়ের জন্য খাবার বিতরণ বন্ধ রাখা হয়।

 

এদিকে বিকাল ৩টা নাগাদ বিদ্যালয়ে অধ্যয়নরত বর্তমান ছাত্ররা খাবার না পেয়ে বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান করে। পরে আয়োজক কমিটির আহ্বায়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত স্বেচ্ছাসেবকদের সহায়তায় খাবার এনে ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণ করেন।

 

বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র জাকির হোসেন সরকার জানান, ‘দুপুরে খাবার না পেয়ে বহিরাগত ও বিদ্যালয়ের শতবর্ষের গেঞ্জি ও ব্যাচ পরিহিত শিক্ষার্থিরা স্বেচ্ছাসেবকদের সাথে বাকবিতন্ডা করে। এসময় তারা চেয়ার ছুড়ে মারে। ধাক্কাধাক্কি ও টানা হেচড়া হয়।’

 

 

 

এব্যাপারে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও আয়োজক কমিটির সদস্য সচিব মোহাম্মদ এমদাদুল হক জানান, ‘কোন সমস্যা হয় নি। যারা খাবার পায় নি তাদেরকে পরে স্কুলের শ্রেণি কক্ষে নিয়ে আমরা খাবার দিয়েছি।’

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker