চান্দিনাশিক্ষাঙ্গন
চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ প্রথম বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে শিক্ষার্থীদের পুনর্মিলনী

চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ
প্রথম বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে শিক্ষার্থীদের পুনর্মিলনী
কুমিল্লার চান্দিনা উপজেলার সর্ব প্রথম কলেজ চান্দিনা রেদোয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজে প্রথম বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান। আগামী ২৮ ডিসেম্বর দিবসটি নির্ধারণ করে ধীরে ধীরে এগিয়ে চলছে তার কার্যক্রম।
পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন করতে কলেজ প্রতিষ্ঠাতা ও সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ এর কন্যা রেদোয়ান আহমেদ ফাউন্ডেশন ট্রাষ্টি বোর্ড এর সাধারণ সম্পাদক রেজওয়ানা আহমেদকে আহবায়ক ও কলেজ অধ্যক্ষ মনিরুল ইসলাম ভূইয়াকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়। তারপর থেকে কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে একাধিক সভা-সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার (৫ অক্টোবর) বিকেলে কলেজের শিক্ষক মিলনায়তনে তৃতীয় প্রস্তুতি সভা সম্পন্ন হয়।
আগামী ১৫ নভেম্বর রেজিস্ট্রেশনের শেষ দিন নির্ধারণ করে ২৮ ডিসেম্বর প্রাণের টানে প্রিয় কলেজ প্রাঙ্গণে সকল শিক্ষার্থীদের মিলত হওয়ার আহবান জানান আলোচকরা।
কলেজ অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম ভূইয়া বলেন, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানটি সম্পূর্ণ অরাজনৈতিক একটি প্রোগ্রাম। যারা এ কলেজে অধ্যয়ণ করেছেন সকলের সমান অধিকার নিশ্চিত করতে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছি। প্রস্তুতি সভায় ১৯৮০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত সকল ব্যাচের শিক্ষার্থীদের একত্রিত করতেও সক্ষম হয়েছি। প্রত্যেক ব্যাচের শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে রেজিষ্ট্রেশন করে পুনর্মিলনী অনুষ্ঠানটি সফল করতে সকলের প্রতি উদাত্ত আহবান জানাই।
ওই কলেজে নিজের স্মৃতি চারণ করে অধ্যক্ষ আরও বলেন, ড. রেদোয়ান আহমেদ ১৯৮০ সালে চান্দিনার প্রাণ কেন্দ্রে কলেজটি প্রতিষ্ঠা করায় চান্দিনা ও দেবিদ্বারের অধিকাংশ শিক্ষার্থীরাই ঢাকা-কুমিল্লা বাদ দিয়ে এ কলেজে ভর্তি হয়। ১৯৮২ সালে আমিও এ কলেজে ভর্তি হয়ে ১৯৮৪ সালে পাশ করি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা নিয়ে ১৯৯৪ সালে একই কলেজে প্রভাষক হিসেবে যোগদান করি। পরবর্তীতে ২০১০ সালে উপাধ্যক্ষ ও ২০১৬ সালে অধ্যক্ষ হিসেবে নিয়োগ পাই। কলেজটিতে আমার মতো অনেকের বহু স্মৃতি রয়েছে। আমরা সকল মতানৈক্য ভুলে পুনর্মিলনী অনুষ্ঠানটি সফল ও সার্থক করতে হবে।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন উপাধ্যক্ষ আবু হানিফ ভূইয়া, সহকারি অধ্যাপক আনোয়ার হোসেন, গিয়াস উদ্দিন ভূইয়া, প্রাক্তন শিক্ষার্থী জালাল উদ্দিন, কাউসার রেজা হেলাল, মামুনুর রশিদ সরকার, আরমান হোসেন, জাহাঙ্গীর আলম, মামুন রাসেল, কামরুল ইসলাম, মাসুদুর রহমান ভূইয়া, মোজাম্মেল, কাজী মাসুদ, আনোয়ার হোসেন, সুজন দত্ত, আব্দুল মালেক প্রমুখ।





