জেলার খবর

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে ।

জয়পুরহাটের আক্কেলপুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে ।

জয়পুরহাট প্রতিনিধি।।জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার আওয়াতাধীন আক্কেলপুর টু জয়পুরহাটের মেইন সড়কের মাঝামাঝি বরাবর নওদুয়ারী (জুয়ানা)ব্রীজ এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পূর্ব পাশে একটি  খাদে উল্টে যায়। বাসে অবস্থানরত ১০-১৫ জন যাত্রী আহত হন। ঘটনাটি আজ বৃহস্পতিবার বিকেল ৩ টা ৫০ মিনিটে ঘটে। স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদশীর সূত্রে জানা যায় যে, বিকেল ৩ টা ৫০ মিনিটের দিকে আক্কেলপুর থেকে ছেড়ে আসা জয়পুরহাট গামী ‘আকন্দ’ পরিবহন নামে (জয়পুরহাট জ-০৫-০০০৯) বাস নিয়ন্ত্রণ হাড়িয়ে ফেলে। এসময় বাসটি সড়কের পূর্ব পাশের খাদে পড়ে যায়। বাসটি আক্কেলপুর থেকে জয়পুরহাট রুটে প্রতিদিন চলাচল করে।

বাসের মধ্যে থাকা সোহারাব হোসেন (৫৫) নামে এক যাত্রী বলেন, বাসটি ব্রীজ পার হওয়ার পরে কিছু বুঝে উঠার আগেই  রাস্তার পাশে খাদে উল্টে জায়। ওই সময় বাসের গতিও কম ছিল। বাসের মধ্যে ১০-১৫ জন যাত্রী ছিল। সবাই জানালা ভেগে বের হয়েছে।

জয়পুরহাট গামী বাসের আক্কেলপুরের চেইন মাষ্টার হারুনুর রশিদ বলেন, বাসটির চালকের সাথে আমার কথা হয়েছে তিনি আমাকে জানিয়েছেন, নওদুয়ারী ব্রীজ পার হওয়ার সময় বাসের ডান পাশের চাকার পাশে কিছু একটা ভেঙে যায়। ওইসময় বাসটি আর নিয়ন্ত্রন করা জায় না। মুহুর্তে মধ্যে বাসটি রাস্তার পাশে উল্টে যায়। তবে বাসের মধ্যে থাকা যাত্রীরা সবাই কম বেশী আহত হয়েছেন।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker