জাতীয়
শিক্ষানুরাগী আশরাফ ভাই শিক্ষার ব্যাপারে যার কোন আপোষ নাই।ফয়সাল আজাদ।

শিক্ষানুরাগী আশরাফ ভাই শিক্ষার ব্যাপারে যার কোন আপোষ নাই।ফয়সাল আজাদ।
শিক্ষানুরাগী আশরাফ ভাই
শিক্ষার ব্যাপারে যার কোন আপোষ নাই।
চান্দিনার জনপদে অক্লান্ত পরিশ্রম করে
শিক্ষার আলো জ্বালাতে চান প্রত্যেক ঘরে ঘরে।
বহু স্কুল কলেজ মাদ্রাসা
নিজের অর্থায়নে করেছেন প্রতিষ্ঠা।
শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে
সর্বোচ্চ বরাদ্দ দেন নিরক্ষর দূরীকরনে।
শতভাগ পাশ আর ভর্তির নিশ্চয়তা
ঝড়ে পরা রোধ করা তাঁর সফলতা।
সভা,সেমিনার,মা সমাবেশ করে
শিক্ষার হার বাড়াতে চান চান্দিনার সর্বস্তরে।
আশরাফ ভাইয়ের স্বপ্ন শুধু একটাই
শতভাগ শিক্ষিত আলোকিত চান্দিনা চাই।
প্রিয় নেতার আহ্বানে সাড়া দিয়ে
শিক্ষা বিস্তারে কাজ করব হাতে হাত মিলিয়ে।
আশরাফ ভাইয়ের স্বপ্ন অবশ্যই হবে পূরণ
যখন হবে চান্দিনায় শিক্ষার উন্নয়ন।
শুভেচ্ছান্তে
এ কে এম ফয়সাল আজাদ
সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ৩ নং মাধাইয়া ইউনিয়ন পরিষদ।