চান্দিনা
চান্দিনা পৌর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা

আজ উপজেলা প্রশাসন, চান্দিনা কর্তৃক বাজার মনিটরিংয়ের আওতায় চান্দিনা পৌর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় বাজারে পেয়াঁজের কৃত্রিম সংকট রোধকল্পে তদারকি এবং পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি রাস্তায় অবৈধ পার্কিং, দোকানে পণ্যের মূল্য তালিকা না থাকা ইত্যাদি অপরাধে মোবাইল কোর্টের তফসিলভূক্ত বিভিন্ন আইনে ১৫,৫০০/- টাকা অর্থদন্ড করা হয়। চান্দিনা থানা পুলিশ এসময় প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন। অসাধু ব্যবসায়ী এবং রাস্তা ও ফুটপাথের অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।