চান্দিনা
চান্দিনার ১২ নং বরকরই ইউনিয়নে সাইফুল ইসলাম মজুমদার শিপনের সমর্থনে মটর শোভাযাত্রা।

চান্দিনার ১২ নং বরকরই ইউনিয়নে সাইফুল ইসলাম মজুমদার শিপনের সমর্থনে মটর শোভাযাত্রা।
নিউজ ডেক্সঃ স্থানীয় প্রতিনিধি, আনোয়ার হোসেন ভূইয়া।
কুমিল্লা চান্দিনার ১২ নং বরকরই ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক সৎ নিষ্ঠাবান গরীবের শেষ আশ্রয়স্থল জনদরদী,মানবিক জনপ্রতিনিধি মানবতার ফেরিওয়ালা চান্দিনা উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক বর্তমান ১২ নং বরকরই ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম মজুমদার শিপন এর সমর্থনে শত শত মটর সাইকেল নিয়ে হাজার হাজার নেতাকর্মীরা বরকরই ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে মটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
বিগত দিনে সাইফুল ইসলাম মজুমদার শিপন ১২ নং বরকরই ইউনিয়নে ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন এবং বরকরই ইউনিয়নের হতদরিদ্র ও নিম্ম আয়ের পরিবারের মাঝে সর্বদা তাদের পাশে থেকে সেবা করেছেন এবং এলাকার রাস্তাঘাট উন্নয়নের রোড মডেল তাই আগামী ১২ নং বরকরই ইউনিয়ন জনগণের একটাই চাওয়া শিপন মজুমদার কে পূনরায় চেয়ারম্যান হিসাবে পেতে চায়,





