অপরাধ
গজারিয়ায় পরিবহন চাঁদাবাজ মহসিন মিয়াকে গ্রেফতার করেছে ভবেরচর হাইওয়ে পুলিশ

গজারিয়ায় পরিবহন চাঁদাবাজ মহসিন মিয়াকে গ্রেফতার করেছে ভবেরচর হাইওয়ে পুলিশ
।।ওসমান গনি, গজারিয়া প্রতিনিধি।।
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তৈতুলতলা গ্রামের মহসিন মিয়া মহাসড়কে চাঁদাবাজি করতে গিয়ে ভবেরচর হাইওয়ে পুলিশের হাতে গ্রেপ্তার।
পুলিশ সূত্রে জানা যায় দীর্ঘদিন যাবৎ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিভিন্ন পয়েন্টে যাত্রীবাহী পরিবহন থেকে চাঁদা আদায় করত একাধিকবার নিষেধ করল দেদারছে চাঁদাবাজি করে আসছিল তার বিরুদ্ধে গজারিয়া থানা একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।
তিনি বিভিন্ন পরিবহন থেকে চাঁদা চাইলে দিতে দেরি হলে ড্রাইভার হেলপার কে মারধর করতো
ট্রাক ড্রাইভার শরিফ মেয়ের কাছ থেকে চাঁদা চাইলে দিতে অস্বীকার করলে তাকে এলোপাতাড়ি মারধোর করে পরে তিনি ভবেরচর হাইওয়ে পুলিশকে বিষয়টি জানান পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
রোববার সকাল ১১ টায় জামালদি বাসস্টেন এলাকায় চাঁদাবাজি করছিল।
জানা যায় মুন্সিগঞ্জ উপজেলা গজারিয়া থানার বালুয়াকান্দি ইউনিয়নের তৈতুলতলা গ্রামের আবদুল জলিলের ছেলে।
এ ব্যাপারে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান বলেন মহাসড়কে দীর্ঘদিন যাবৎ চাঁদাবাজি করে আসছিল আমরা খবর পেয়ে তাকে আটক করে পড়ে থাকে গজারিয়া থানায় হ্যান্ডওভার করে দিয়েছি।
এ বিষয়ে ট্রাকের ড্রাইভার শরিফ মিয়া বাদী হয়ে একটি লিখিত অভিযোগ গজারিয়া থানায় দেয়।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ রইছ উদ্দিন বলেন আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি মামলার প্রস্তুতি চলছে।