চান্দিনা
চান্দিনায় ক্ষুদ্র ও প্রান্তিক ৫০ জন কৃষকদের মাঝে সার ও বীজ বিতরন

৩০ সেপ্টেম্বর সোমবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে চান্দিনায় উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের-২০১৯ -২০২০ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় খরিফ- ২ মৌসুমে মাসকলাই ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে সারও বীজ বিতরন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, সহকারী কমিশনার (ভূমি) নাঈমা ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছা. আফরিণা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মুন্সী, চান্দিনা চান্দিনা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল ফয়সল, চান্দিনা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আব্দুল মালেক।
এ সময় উপস্থিত ছিলেন মাইজখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ মো. সেলিম প্রধান , দোল্লাই নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন মাস্টার, গল্লাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জসিম উদ্দিন।
পরে প্রধান অতিথি অধ্যাপক মো. আলী আশরাফ এমপি কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করেন।





