অপরাধ

প্রশাসনসহ সবার চোখ ফাঁকি দিতে এসব রঙের ইয়াবা ধরা পড়লে এক ধরনের উত্তেজক ওষুধ বলে দাবি

করোনাভাইরাসের মহামারিতে জনজীবন স্থবির হয়ে থাকলেও থেমে নেই মাদক কারবারিদের অপতৎপরতা। মিয়ানমার থেকে সীমান্তপথে প্রতিদিন লাখ লাখ পিস ইয়াবা ঢুকছে রাজধানী ঢাকাসহ সারা দেশে। করোনাকালে ইয়াবার সংকট দেখিয়ে কৌশলে দামও বাড়িয়ে দিয়েছে কারবারিরা। এ জন্য তারা প্রচলিত গোলাপি বা লালচে রঙের বদলে হলুদ, বাসন্তী, হালকা গোলাপি ও সাদা রঙের ইয়াবা বড়ি সরবরাহ করছে। প্রশাসনসহ সবার চোখ ফাঁকি দিতে এসব রঙের ইয়াবা ধরা পড়লে এক ধরনের উত্তেজক ওষুধ বলে দাবি করছে কারবারিরা।

Close