চান্দিনা
জোরপুনী টু মোহাম্মদপুর রাস্তাটি মেরামত করায় কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান এ কে এম ফয়সাল আজাদ।

জোরপুনি টু মোহাম্মদপুর রাস্তাটি মেরামত করায় কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান এ কে এম ফয়সাল আজাদ।
কুমিল্লা চান্দিনার গন মানুষের নেতাজাতীয় নেতা,সাবেক ডেপুটি স্পিকার, মাননীয় সংসদ সদস্য কুমিল্লা-৭ জনাব অধ্যাপক আলী আশরাফ এর নির্দেশক্রমে চান্দিনা উপজেলা আওয়ামী যুবলীগের সফল আহবায়ক ও চান্দিনা উপজেলা সফল ভাইস চেয়ারম্যান জনাব জহিরুল ইসলাম মুন্সী ৩নং মাধাইয়া ইউনিয়নে দীর্ঘদিন অবহেলীত জোরপুনী ও মোহাম্মদপুর গ্রামের রাস্তা চলাচল অযোগ্য রাস্তাটি চলাচলের জন্য ৪ ট্রাক ইট ব্যবস্থা করে দেওয়ার জন্য জোরপুনী ও মোহাম্মপুর জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান চান্দিনার ৩ নং মাধাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রেমিট্যান্স যোদ্ধা ফ্রান্স প্রবাসী জনাব এ কে এম ফয়সাল আজাদ।
চেয়ারম্যান পদপ্রার্থী জনাব এ কে এম ফয়সাল ধন্যবাদ জানান চান্দিনার গণমানুষের নেতা চান্দিনা উন্নয়নের কারিগর সাবেক ডেফুটি স্পিকার জনাব অধ্যাপক আলী আশরাফ এমপি মহোদয় ও চান্দিনা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি ও এফবিসিআই এর সম্মানিত সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট শিল্পপতি জনাব মুনতাকিম আশরাফ টিটু কে তিনি তাহাদের সর্বাঙ্গে সাফল্য কামনা করেন এবং চান্দিনাবাসীর কাছে সবাইর সুস্থতা কামনা করে দোয়া প্রার্থনা করেন।





