তথ্য প্রযুক্তিফিচার

চান্দিনার চিলোড়ায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত

চান্দিনার চিলোড়ায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত

 

 

কুমিল্লার চান্দিনা উপজেলার চিলোড়া পুর্ব অম্বরপুর কারিগরি উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

রবিবার (৮ সেপ্টেম্বরে) বিকালে এ আর মালিক সিডস প্রা. লি. এর আয়োজনে ওই সমাবেশ হয়। এতে মো. সেলিম মেম্বার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন- এ আর মালিক সিডস প্রা. লি. এর চিফ অব কর্পোরেট পলিসি মো. গোলাম আজম ফারুক। বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছা. আফরিনা আক্তার, এ আর মালিক সিডস এর হেড অফ সেলস এন্ড মার্কেটিং মোশাররফ হোসেন ভুইয়া, এ আর মালিক সিডস এর ডিলার মেসার্স সবুজ বীজ ভান্ডার এর স্বতাধিকারী সার্জেন্ট (অবঃ) হাজী আবদুল মবিন।

 

এই অঞ্চলে  ব্যাপক টমেটো চাষ হওয়ায় সমাবেশে তারা বিশ্ববিখ্যাত সাকাতা কোঃ জাপান কর্তৃক উৎপাদিত ও এ আর মালিক সিডস কর্তৃক বাজারজাতকৃত বাহুবলী নামক উন্নতজাতের টমেটো বীজ সম্পর্কে অবহিত করেন। বক্তারা বলেন এ আর মালিক সিডস বাংলাদেশে বিগত ৫০ বছর ধরে কাজ করে আসছে যার কারনে কৃষকেরা সবজি আবাদ করে লাভবান হচ্ছে।

 

সমাবেশে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- মো. আবু সাইদ, নুরে আলম সিদ্দিকী, মো. আলাউদ্দিন, মো. আনোয়ার হোসেন, মো. মোবারক হোসেন, মো. মোস্তফা কামাল, মো. এরশাদ, বিকাশ প্রমুখ।

 

 

 

 

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker