চান্দিনা
চান্দিনায় পুলিশ সদস্যের আত্মার মাগফেরাত কামনায় দোয়ানুষ্ঠান

চান্দিনায় পুলিশ সদস্যের আত্মার মাগফেরাত কামনায় দোয়ানুষ্ঠান
।। মো. আবদুল বাতেন।।
কুমিল্লার চান্দিনায় প্রয়াত পুলিশ কনস্টেবল মনোয়ার হোসেন (৫৫) এর আত্মার মাগফেরাত কামনায় মিলাদ, মাহফিল দোয়া ও মুনাজাত করা হয়।
রবিবার (২৯ ডিসেম্বর) সকালে চান্দিনা থানা ভবন মিলনায়তনে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন- চান্দিনা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা আলহাজ্ব মো. ফজলুল করিম।
এসময় উপস্থিত ছিলেন- চান্দিনা থানার পরিদর্শক (তদন্ত) সামস উদ্দিন মোহাম্মদ ইলিয়াছ, উপ-পরিদর্শক মো. গিয়াস উদ্দিন, মো. আহাদুজ্জামান, মো. জাহিদুল ইসলাম, এ.এস.আই শাহীন আলম, ওয়াহিদুল আলম সহ থানায় কর্মরত সকল সদস্যবৃন্দ। এর আগে গত মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকালে দায়িত্বপালন কালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন কনস্টেবল মনোয়ার হোসেন। তিনি দীর্ঘদিন চান্দিনা থানায় ক্লার্ক (মুন্সির) দায়িত্ব পালন করেছেন।