সময়ের বিবর্তনে সবই বদলে যায়... একটা সময় এই ডাকবাক্স কত আবেগ ভালোবাসা আদান প্রদান করতো। এটার অনেক কদর ছিলো। আর এখন সময়ের বিবর্তনে এটা অযত্নে অবহেলায় পড়ে আছে। আমাদের আগামীর প্রজন্মের কাছে এটা রুপকথার গল্পের মতো মনে হবে।।