জাতীয়
সাবেক চেহারায় রাজধানীর গণ-পরিবহন

সাবেক চেহারায় রাজধানীর গণ-পরিবহন
ঢাকা অফিসঃ করোনা দুর্যোগে লকডাউন শিথিল হয়েছে মাত্র চারদিন। রাজধানীসহ সারাদেশে শুরু হয়েছে গণপরিহন চলাচল। স্বাস্থ্যবিধি মেনে এসকল গণপরিহন চলার কথা থাকলেও রাজধানীথে আবার সাবেক চেহারায় ফিরতে শুরু করেছে গণপরিবহনগুলো।
আজ রাজধানীর মিরপুর, ফার্মগেট ও এয়ারপোর্ট সড়ক ঘুরে দেখা যায়, সরকারি নির্দেশনা অনুযায়ী গণপরিবহনে তাপমাত্রা পরীক্ষা করে যাত্রী তোলার কথা থাকলেও সেটা প্রথম দিন থেকেই মানছে না কোনো গণপরিবহন। এছাড়াও হ্যান্ড স্যানিটাইজার ও প্রতিদিন একাধিকবার জীবাণুনাশক স্প্রে করার কথা থাকলেও কোনোটাই করা হচ্ছে না। এমনকি অনেক চালক ও যাত্রী মাস্কও ব্যবহার করছেন না।
এই কদিন আসন ফাঁকা রেখে শারীরিক দূরত্ব বজায় রাখলেও বৃহস্পতিবার গণপরিবহনে গাদাগাদি করে যাত্রী বহন করতে দেখা গেছে। পাশাপাশি আসনে বসে যাত্রী বহন করছে অনেক গণপরিবহনই। ফলে করোনা সংক্রমণ বাড়ার শঙ্কা বেড়েই চলছে। বাড়তি ভাড়া নিয়ে আসন ফাঁকা না রেখে যাত্রী বহন করায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।
একজন যাত্রী অভিযোগ করে বলেন আমরা বাড়তি ভাড়া ঠিকই দিচ্ছি, কিন্তু তারা গাদাগাদি করে যাত্রী নিচ্ছে। তাহলে কেন আমরা বাড়তি ভাড়া দেবো। এতদিন শারীরিক দূরত্ব বজায় রাখলেও এখন সেটাও মানছে না। এতে আমরা আরও ঝুঁকি নিয়ে যাতায়াত করছি।
আগের মতোই বাসের চালকের সহকারী দরজায় দাঁড়িয়ে গায়ে হাত দিয়ে যাত্রী তুলছে। অনেকে জোর করে বাসে উঠে পড়ছেন এমন অজুহাতে শারীরিক দূরত্ব বজায় রাখা যাচ্ছে না বলে জানান একজন বাসের হেলপার।