জাতীয়

একজন রাজাকারের সন্তানের স্বাধীন বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার নাই।

একজন রাজাকারের সন্তানের স্বাধীন বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার নাই।
চান্দিনা উপজেলা ছাত্রলীগ সভাপতি মহিউদ্দীন বলেন

একজন রাজাকারের ছেলে মীর্জা ফখরুল বলেছেন, পাঞ্জাবীদের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে।
পাকিস্তান বললে কি তার বাপেরা গোস্যা করবে?
রাজাকার ছাওয়ালটা কোন সেক্টরে যুদ্ধে অংশ নিয়েছিল?
মীর্জা রুহুল আমীন যে দালাল আইনে আটক হয়েছিল (কয়েদী নং ৭১০) এবং যাকে ষড়যন্ত্রকারী জিয়া পঁচাত্তর পরবর্তীতে ছেড়ে দিয়েছিল, সে কি আজকের বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলামের জন্মদাতা পিতা?
যদি পিতা হয় তবে ফখরুল হলেন রাজাকারের ছাওয়াল এবং একজন রাজাকারের ছাওয়াল কেমন করে একটি রাজনৈতিক দলের মহাসচিবের দায়িত্ব পালন করে মুক্তিযুদ্ধের বাংলাদেশে?
যদি মীর্জা রুহুল আমীন ( যে দালাল আইনে আটক হয়েছিল, কয়েদী নং ৭১০) আজকের বিএনপি মহাসচিবের পিতা না হয়, তবে তার উচিত ঘোষণা দিয়ে বলা যে, ‘দালাল আইনে আটক মীর্জা রুহুল আমীন আমার জন্মদাতা পিতা নয়।’
আর যাই হোক, একজন রাজাকারের সন্তানের স্বাধীন বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার নাই।

সুত্রঃফেইসবুক থেকে নেওয়া,
চান্দিনা উপজেলা ছাত্রলীগ সভাপতি
““““““““““মহিউদ্দীন

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker