চান্দিনা
চান্দিনায় সড়ক দুর্ঘটনায় সাবেক মেম্বার নিহত

চান্দিনায় সড়ক দুর্ঘটনায় সাবেক মেম্বার নিহত
চান্দিনা প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় মোঃ নুরে আলম (৪৫) নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছে। তিনি উপজেলার বাতাঘাসী ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও বাতাঘাসী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এবং ওই ইউনিয়নের তীরচর গ্রামের মধ্যে পাড়ার আলী মিয়া বেপারীর ছেলে।
জানা গেছে, বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় মোটরসাইকেল যোগে চান্দিনা উপজেলা পরিষদ থেকে বাড়ি ফেরার পথে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া নাওতলা-বাখরাবাদ এলাকায় পৌঁছালে পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সড়কের পাশে থাকা পিলারে সজরে ধাক্কা লেগে ঘটনাস্থলে মৃ’ত্যু হয় তাঁর। এতে গুরুতর আহত হন তাঁর পিছনে বসা আব্দুল আউয়াল নামে এক ব্যক্তি। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানায় তার স্বজনরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওই ওয়ার্ডের বর্তমান মেম্বার মোঃ মাজেদুল ইসলাম।





