চান্দিনা

ডেঙ্গু সনাক্তকরণ ব্যবস্থা নেই চান্দিনা স্বাস্থ্য কমপ্লেক্সে, আক্রান্ত ৫

ডেঙ্গু সনাক্তকরণ ব্যবস্থা নেই চান্দিনা স্বাস্থ্য কমপ্লেক্সে, আক্রান্ত ৫

 

 

সারা দেশে ডেঙ্গুর পাদুর্ভাব দেখা দেওয়ায় আতংকিত হয়ে পড়েছে কুমিল্লার চান্দিনা উপজেলাবাসী। সামান্য জ্বর হলেই ছুটে আসছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ আস-পাশের বিভিন্ন প্রাইভেট হাসপাতালগুলোতে।

 

গত ১০ দিনে চান্দিনা উপজেলায় ৮জন ডেঙ্গু রোগীকে সন্দেহভাজন ভাবে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে এর মধ্যে ৫জনই আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছে রোগীর স্বজনরা।

 

চান্দিনায় ডেঙ্গু রোগী সন্দেহ করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো রোগীদের মধ্যে রয়েছে চান্দিনার রাণিচড়া গ্রামের আমির হোসেন এর ছেলে রুবেল (২৫), হারং গ্রামের নাবালক মিয়ার ছেলে বিল্লাল হোসেন (৩৬), একই গ্রামের দিদারুল আলম এর ১৫ মাস বয়সী শিশু সন্তান নাজির আহমেদ, নবাবপুর গ্রামের হাসান মিয়ার স্ত্রী মেরিনা (২৩), কেরনখাল গ্রামের মিজানুর রহমান এর ছেলে ফাহাদ ভূইয়া (১৮), কুরছাপ গ্রামের আমির হোসেন এর ছেলে মো. নাছের (১৮)।

 

তবে আক্রান্তদের অধিকাংশই গত কয়েক সপ্তাহ যাবৎ ঢাকায় যাতায়াত রয়েছে। তারা ঢাকা থেকে এডিস মশার কামড়ে আক্রান্ত হয়ে জীবানু বহন করে চান্দিনায় এসেছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

অসুস্থ রোগীর স্বজনরা জানান, চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ডায়াগনষ্টিক সেন্টার গুলো সহ চান্দিনা উপজেলার প্রতিটি প্রাইভেট হাসপাতালে ডেঙ্গু সনাক্ত করণ পরীক্ষা হচ্ছে। কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই পরীক্ষার কোন সুযোগ নাই।

 

এ ব্যাপারে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহসানুল হক জানান, আক্রান্তরা কেউ চান্দিনায় আক্রান্ত হয়নি। তারা নিয়মিত ঢাকায় যাতায়ত করে। সেখান থেকেই এডিস মশার কামড়ে আক্রান্ত হয়ে চান্দিনায় এসে অসুস্থ হয়ে পড়েছে। আর শুধু চান্দিনা কেন, কোন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই ডেঙ্গু পরীক্ষার কীট নেই।

 

 

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker