চান্দিনা
চান্দিনার জোয়াগের ধরেরা গ্রামে ২০/২৫ জন অজ্ঞাতো পরিচয়ে দূর্বত্তদের হামলা,ভাংচূর,লোটতরাজ,

চান্দিনার জোয়াগের ধরেরা গ্রামে ২০/২৫ জন অজ্ঞাতো পরিচয়ে দূর্বত্তদের হামলা,ভাংচূর,লোটতরাজ,
স্থানীয় প্রতিনিধি ঃ
কুমিল্লা চান্দিনার ১৩নং জোয়াগ ইউনিয়নের ধেরেরা গ্রামে দূরবৃত্তদের হামলায় হাসান মিয়ার বাড়ীতে ভাংচুর ও লোটতোরাজ করে।রাত ৮টায় তারাবির নামাজ চলাকালীন সময় ২৫-৩০জন অজ্ঞাতো পরিচয়ে গ্রামে ডুকে ঐ বাড়ীসহ আরো তিনটি বাড়ীতে হামলা চালায়।হামলাকারীরা নগদ তিনলক্ষাধিক টাকা এবং গয়নাগাটি লুট করে।উক্ত হামলার ঘটনা ১৩নং জোয়াগ ইউনিয়নের চেয়ারম্যানকে জানানোর পর তিনি ও জোয়াগ ইউনিয়ন যুবলীগের সভাপতি খোরশেদ আলম জুয়েল মুন্সীসহ হামলারস্থল পরিদর্শন করেন এবং হামলার মূলহোতা ধেরেরা গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে মোঃ ফয়সাল মিয়াকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন।
বিস্তারিতভাবে আসছে





