জাতীয়রাজনীতি

খালেদা জিয়াকে বন্দী ও গণতন্ত্র হত্যা জনগণ কোনোদিন মেনে নেবে না

খালেদা জিয়াকে বন্দী ও গণতন্ত্র হত্যা করে আওয়ামী লীগ সরকার যে অন্যায় করেছে, জনগণ তা কোনোদিন মেনে নেবে না। আগামীতে আওয়ামী লীগকে এর জবাব দিতে হবে। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশের প্রধান অতিথির বক্তৃতায় তিনি জানান, আওয়ামী লীগ সরকার বিএনপিসহ বিরোধীদলের নেতাকর্মীদের নামে এক লাখ মামলা দিয়েছে। এসব মামলায় বিএনপির ২৬ লাখ নেতাকর্মীকে আসামী করা হয়েছে। আর গুম হয়েছে ৫শ’রও বেশী নেতাকর্মী। তাই ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে বলে মন্তব্য করেন তিনি। নজরুল ইসলামের সভাপতিত্বে বিভাগীয় সমাবেশে কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য শামসুজ্জামান দুদু, গয়েশ্বর চন্দ্র রায়, নিতাই রায় চৌধুরী, মোহাম্মদ মশিউর রহমান বক্তৃতা করেন। খুলনার হাদিস পার্কে অনুষ্ঠিত এই সমাবেশে যোগ দেন বিএনপি ও অঙ্গ সংগঠনের লাখো নেতাকর্মী।

কপিরাইট,এসএ টিভি

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker