জেলার খবর

বরুড়ার ভাউকসার ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মাশরুল হক করোনা আক্রান্ত

ভাউকসার ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মাশরুল  হক করোনা আক্রান্ত

নিজস্ব বার্তাঃ আজ শনিবার (২০জুন) বরুড়া উপজেলার ৯টি রিপোর্ট আসে। তার মধ্যে ৫টি নেগেটিভ ও ৪ টি নমুনা রিপোর্ট পজিটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেন বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ইউসুফ রানা।

৪ জন আক্রান্ত  হলেন ভাউকসার ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মাশরুল হক ও তার মেয়ে রুবি আক্তার। আড্ডা গ্রামের মিনহাজ  আঃ অহিদ এবং ধ্বনিশ্বর গ্রামের খিলা রানী নিত্য গোপাল।

Close