কুমিল্লা সদর দক্ষিণজাতীয়
বরুড়াবাসী সহ সবাইর জন্য কিছু জরুরী তথ্য যেনে রাখুন,জনাব আনিসুর রহমান।

বরুড়াবাসী সহ সবাইর জন্য কিছু জরুরী তথ্য যেনে রাখুন,জনাব আনিসুর রহমান।
নিউজ ডেক্সঃ ঢাকা অফিস
কুমিল্লা বরুড়া উপজেলার উঃ খোশবাস ইউনিয়নের কেমতলী গ্রামের হাজী আলী আজম এর সুযোগ্য ত্বনয়,মানবিক ব্যাক্তিত্ব,মানবতার ফেরিওয়ালা, বিশিষ্ট সমাজসেবক ও বিশিষ্ট শিল্পপতি সৎ নিষ্ঠাবান AKH গ্রুপের সম্মানিত ডিরেক্টর জনাব আনিসুর রহমান বরুড়াবাসী সহ বাংলাদেশের সবারই দৃষ্টি আকর্ষণ করে কিছু তথ্য জানা এবং মানার জন্য আহবান করেন।
কোন বিল্ডিং কিংবা বাড়িতে প্রশাশন কিংবা PPE পড়া লোক এসে যদি বলে(বিশেষ করে রাতে) গেট খুলুন আমরা করোনা আক্রান্ত রোগীর সন্ধান পেয়েছি ভেতরে ঢুকবো তবে হুট করেই বিল্ডিং কিংবা বাড়ির দরজা খুলবেন না।
আপনার করনীয় পদক্ষেপ
১) হতে পারে চোর,ডাকাত কিংবা সন্ত্রাসী। যাচাই করুন
২) বলবেন সকালে আসুন।
৩) সত্যি যদি প্রশাশন লোক হয়ে থাকে তবে
পরিচয়পত্র, নাম কিংবা পদবী যাচাই করুন।
৪) আর যতটা সম্ভব রাত ৯ টার পর বাড়ির, বিল্ডিং এর মেইন গেট বন্ধ রাখুন।
৫) আপনার নিকটস্থ থানার নাম্বার,কিংবা ৫ জন প্রতিবেশির
ফোন নাম্বার মোবাইলে রাখুন।
৬) রাত ১০ টার পর কোন পরিচিত হোক বা অপরিচিত দরজা নক করলে দরজা খুলবেন না। প্রয়োজনে বিপদেপ রলে কিভাবে সাহায্য নিবেন আগে থেকে উপায় টি ভেবে রাখুন।।
প্রশাসন এর করনীয়- (রাতের জন্য)
১) ডিউটির সময় নিজেদের পরিচয়পত্র সাথে রাখুন
এবং ইউনিফর্ম পরিধান করুন।
২) করোনা রোগীর সন্ধান পেলে ঐ এলাকার সবচেয়ে পরিচিত ব্যাক্তিদের সাহায্য নিন।
৩) অথবা ঐ বাড়ির ব্যাক্তিদের ৩০ মিনিট আগেই থানার নাম্বার থেকে কল করে জানিয়ে দিন।
কেননা এ দুঃসময়ে কিছু অসৎ লোক আপনাদের বেশ ধরে চুরি ডাকাতি সুযোগ নিতে পারে। কারণ অসৎ কুলাঙাররা মানুষের দঃসময়ের সুযোগ নেয়।।
সর্বোচ্চ সহযোগিতার জন্য নির্ধারিত থানার ওসি,ডিউটি অফিসার এর নাম্বার অথবা ৯৯৯ কল দিয়ে সিউর হবেন।
বিশিষ্ট শিল্পপতি জনাব আনিসুর রহমান বলেন,করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করছে আপনারা সবাই ঘরে অবস্থান করবেন অযথা কেহ বাহিরে যাবেন না এবং সরকারের দিকনির্দেশনা অনুযায়ী আপনারা সবাই পালন করবেন আল্লাহ আমাদের সবাইকে করোনা ভাইরাস থেকে হেফাজত করুন আমিন।