জাতীয়

চুয়াডাঙ্গায় মাদ্রাসাছাত্রের মাথা কেটে নিল দুর্বৃত্ত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায়এক মাদ্রাসাছাত্রের মাথা কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। নিহত ছাত্রের নাম- আবির হোসেন (১১)।

 

মঙ্গলবার রাতে আলমডাঙ্গার কয়রাডাঙ্গা গ্রামের একটি মাদ্রাসায় এ ঘটনা ঘটে। মাদ্রাসার পার্শ্ববর্তী কেডিবি ইটভাটার পাশে বুধবার সকালে ওই ছাত্রের মাথাবিহীন লাশ পড়ে থাকতে দেখে চমকে ওঠেন এলাকাবাসী।নিহত ছাত্র আবির হোসেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খালিশপুর গ্রামের প্রবাসী আলী হোসেনের ছেলে। logo

প্রচ্ছদসারাদেশ

চুয়াডাঙ্গায় মাদ্রাসাছাত্রের মাথা কেটে নিল দুর্বৃত্ত

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

 ২৪ জুলাই ২০১৯, ০৯:২৮ | অনলাইন সংস্করণ

 

 

চুয়াডাঙ্গায় নিহত ছাত্র আবির হোসেন। ছবি: যুগান্তর

 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায়এক মাদ্রাসাছাত্রের মাথা কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। নিহত ছাত্রের নাম- আবির হোসেন (১১)।

 

মঙ্গলবার রাতে আলমডাঙ্গার কয়রাডাঙ্গা গ্রামের একটি মাদ্রাসায় এ ঘটনা ঘটে। মাদ্রাসার পার্শ্ববর্তী কেডিবি ইটভাটার পাশে বুধবার সকালে ওই ছাত্রের মাথাবিহীন লাশ পড়ে থাকতে দেখে চমকে ওঠেন এলাকাবাসী।

 

 

নিহত ছাত্র আবির হোসেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খালিশপুর গ্রামের প্রবাসী আলী হোসেনের ছেলে।

 

 

জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের নুরানি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় মাস ছয়েক আগে আবির হোসেন ভর্তি হয়। এখানকার এতিমখানায় থাকত সে।

 

মাদ্রাসার প্রধান মুহতামিম মুফতি মোহাম্মদ আবু হানিফ জানান, মঙ্গলবার এশার নামাজের সময় ওজু করতে বেরিয়ে ছেলেটি আর মাদ্রাসার কক্ষে ফেরেনি।

 

রাতেই পুলিশকে বিষয়টি জানানো হয়। বুধবার সকালে মাদ্রাসার নিকটবর্তী ইটভাটার পাশে তার মাথাবিহীন লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়।

 

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker