
ভ্রাম্যমান হাসপাতালের আজকের চিকিৎসা সেবা
……………………………………………………………
আজকে কলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় ভ্রাম্যমান হাসপাতালের চিকিৎসা সেবা প্রদান করা হয়। এলাকার বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ এ সেবা গ্রহণ করে। এ হাসপাতালের মাধ্যমে চিকিৎসকদের উপস্থিতিতে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতা এবং গরীব ও দুস্থ রোগীদের বিনামূল্যে ঔষধ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রিক বিতরণ করা হয়। জেলা প্রশাসন, কক্সবাজার কর্তৃক পরিচালিত ভ্রাম্যমান হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনায় যারা সহযোগিতা করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। ভ্রাম্যমান হাসপাতালের পরবর্তী গন্তব্য স্থল অবিলম্বে জানিয়ে দেওয়া হবে।





