জাতীয়
অবশেষে ঢাকা থেকে গ্রেফতার করল চান্দিনা থানা পুলিশ মোঃ বশির উল্যাহ কে।

অবশেষে ঢাকা থেকে গ্রেফতার করল চান্দিনা থানা পুলিশ মোঃ বশির উল্যাহ কে।
কুমিল্লার চান্দিনা সোনার বাংলা মালটিপারপাস সমিতিলিংচেয়ারম্যান, ১০টি মামলা সাজাপ্রাপ্ত পলাতক অাসামী মো বশির উল্লাহ ঢাকায় গ্রেপ্তার করে চান্দিনা থানা পুলিশ।
এস আই হাবিবুর রহমান,এস আই মনিরুল ইসলাম আমি এ এস আই / দেলোয়ার হোসেন, এ এস আই/ শাহীন আলম সর্ব থানা চান্দিনা, কুমিল্লা সংঙ্গীয় ফোর্স সহ ১২ (বার) টি বিভিন্ন মেয়াদে সাজা প্রাপ্ত এবং অর্থ দন্ডে দন্ডিত আসামী আত্মগোপনে থাকা মোঃ বশির উল্লাহ চান্দিনা কুমিল্লা কে কৌশলে ঢাকা শনিরআখড়া হতে গ্রেফতার করা হয়।