জাতীয়শিক্ষাঙ্গন
অর্থাভাবে কলেজে ভর্তি হতে না পারা নাজিম রহমানের দায়িত্ব নিলেন চান্দিনা ছাত্রলীগ সভাপতি।

ছাত্র-রাজনীতি ও শিক্ষিত ছাত্র-সমাজের উজ্জ্বল দৃষ্টান্ত চান্দিনা উপজেলা ছাত্রলীগের সভাপতি এডভোকেট মহিউদ্দীন।

বাংলাদেশ ছাত্রলীগ, চান্দিনা উপজেলা
মানবতা আর মানবিকতার এক অনন্য উদাহরন সৃষ্টি করলো যা চান্দিনার মানুষ গর্বিত,আজ চান্দিনা উপজেলা ছাত্রলীগ সভাপতি এডভোকেট মহিউদ্দিন ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে বলে নিজাম নামের এক ছাত্রের দায়িত্ব নিতে চায় যদি কেহ তার সন্ধান জানেন জানানোর জন্য আহবান করেন। অবশেষে খোঁজ পেলো সেই নিজামের,
পত্রিকার সংবাদটা পাওয়া যে অর্থাভাবে ভর্তি হতে পারছেনা নিজাম! তার খোঁজ পাওয়ার সাথে সাথে চটজলদি ওর দায়িত্ব নিল চান্দিনার কৃতি সন্তান সৎ নিষ্ঠাবান রাজপথের লড়াকু সৈনিক বর্তমান চান্দিনা উপজেলা ছাত্রলীগ সভাপতি এডভোকেট মহিউদ্দিন। যতদূর জানাগেছে চান্দিনা উপজেলা ছাত্রলীগ সভাপতি এডভোকেট মহিউদ্দিন সর্বদা সৎ নিষ্ঠার ও সততার পথে চলা। আর এই পথটি খুব কঠিন।
আর এই কঠিনতম কাজ করে আজ লাখো মানুষের হুদয়ে স্থান করে নিয়াছে, টাকা এদেশের বহু লোকের আছে কিন্তু সবার টাকা নিজামদের লেখাপড়ার মত মহৎ কাজে ব্যয় হয়না। চান্দিনা উপজেলা ছাত্রলীগ সভাপতি এডভোকেট মহিউদ্দিন যে কাজটি আজ করেছে সে কাজ থেকে যেন আমরা সকলেই শিক্ষা গ্রহন করি যেন সবাই আমরা মানবিক হই।আমরা সবাই জানি কোন কিছু পাওয়ার আশায় এটা করেনি কিন্তু সস্তা বাহবা দিব না! তবে সবাই এই শিক্ষা নিলাম যে, পারলে জীবনে একটি মানুষ মানুষ করব।চান্দিনার সময় পত্রিকার পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।





