রাজনীতি
চান্দিনার ডুমুরিয়ায় যুবলীগের কমিটি গঠন,নবনির্বাচিত কমিটি কে অভিনন্দন জানান ওমর ফারুক।

চান্দিনার ডুমুরিয়ায় যুবলীগের কমিটি গঠন,নবনির্বাচিত কমিটি কে অভিনন্দন জানান ওমর ফারুক।
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
চান্দিনা উপজেলার ৫নং কেরনখাল ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের নতুন কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার (২৭ জুন) বিকালে ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যুবলীগের কর্মী সম্মেলনে ওই কমিটি ঘোষণা করেন- উপজেলা যুবলীগ আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মুন্সী।
সভায় কেরনখাল ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. হেলাল উদ্দিন এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- আওয়ামীলীগ নেতা ইউপি সদস্য পরেশ সরকার, কেরনখাল ইউনিয়ন যুবলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক সুধীর সরকার। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাংগঠনিক সম্পাদক মো. আওলাদ হোসেন মেম্বার, মহিচাইল ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. ইসমাইল হোসেন নয়ন, ভূবন চক্রবর্তী প্রমুখ।
সম্মেলনে সুনীল মজুমদারকে সভাপতি, জহরলাল সরকারকে সাধারণ সম্পাদক, সমীর সরকার ও নিখিল সরকারকে সহ-সভাপতি, অর্পণ সরকারকে সাংগঠনিক সম্পাদক করে ৫নং কেরনখাল ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।






