জাতীয়

যাত্রাবাড়ীতে ২০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

যাত্রাবাড়ীতে ২০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

 

 

 

 

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

গ্রেফতারকৃতরা হলো-মোছাঃ চম্পা পারভীন (৪৫) ও অর্জুন দাস (২৭)। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

২১ আগস্ট’১৯ বেলা ৩টা ৫ মিনিটে উত্তর যাত্রাবাড়ীর কাজলার পাড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ডিবি-পশ্চিম বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী, পেশাদার খুনি দমন টিম।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা সীমান্তবর্তী কক্সবাজার, টেকনাফ ও কুমিল্লা জেলা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারী ও খুচরায় বিক্রয় করত।

 

এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে।

 

 

 

 

    

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker