চান্দিনা

চান্দিনায় ম্যস্য প্রকল্পের অাওতায় নিবন্ধিত ৪০ জন জেলেদের মাঝে ৮০ টি ছাগল বিতরণ অনুষ্ঠান

 

 

চান্দিনায় ম্যস্য প্রকল্পের অাওতায় নিবন্ধিত ৪০ জন জেলেদের মাঝে ৮০ টি ছাগল বিতরণ অনুষ্ঠান 

 

 

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়  অধিদপ্তরের আয়োজনে ১১ মে (শনিবার) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কুমিল্লার চান্দিনায় ২০১৯-১৯ অর্থ বছরের বৃহওর কুমিল্লা জেলায় ম্যস্য উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত বিকল্প অায় বর্ধক মূলক এঅাইজিএ উপকরন সহায়তা মূলক ৪০ জন জেলেদের মাঝে ২ টি করে ৮০ টি ছাগল বিতরন করেন প্রধান অতিথি  সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো আলী আশরাফ এমপি। 

 

উপজেলা নির্বাহী অফিসার এস এম জাকারিয়ার সভাপতিত্বে  বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী।  মো জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিতরনী অনুষ্ঠানে বক্তৃতা করেন  সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা  মোহাম্মদ ফারুক ময়েদুজ্জামান, কেরনখাল ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান মো হারুন অর রশিদ।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা( পিআইও) মোহাম্মদ মাজহারুল ইসলাম, সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো ইমাম হোসেন সরকার, বরকইট ইউনিয়নর পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাশেম ,দৈনিক ভোরের কাগজ, দৈনিক রুুপসী বাংলা সাংবাদিক রিপন অাহমেদ ভূইয়া। 

 

পরে প্রধান অতিথি অধ্যাপক মো আলী আশরাফ এমপি  

উপজেলা চত্বরে জেলেদের মাঝে ছাগল বিতরণ করেন। 

 

 

    

Close